
১. আপনি প্রথমে ইংরেজীতে এখানে লিখুন।
২. কালার সিলেক্ট করুন।
৩. ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন।
৪. 3D করতে চাইলে এখানে ক্লিক করুন এবং GIF বাটনে ক্লিক করে ব্রাউজ করে কোথায় রাখবেন দেখিয়ে দিন, save করে নিন।
৫. save animation এ ক্লিক করলে একটি বক্স আসবে আপনি যেভাবে এ্যানিমেশন করাতে চান এডিট করে GIF সিলেক্ট করে ব্রাউজ করে কোথায় save করবেন দেখিয়ে দিন এবং সেভ বাটনে ক্লিক করলে কাজ শুরু হবে। যতক্ষণ কাজ শেষ না হচ্ছে কোন কিছু না করে বসে থাকুন, বেশী না অল্প সময় নিবে। Render Project নামের বক্সটির কাজ শেষ হলে দেখুন এ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আপনি Gif ফাইলটি প্রিভিউ দেখলে বুঝতে পারবেন।
বন্ধুরা এতে লেখাটিকে আরও সুন্দর ভাবে এ্যানিমেশন করতে পাবেন ইমেজ সিলেকশন, ক্যামেরা পজিশন, লাইট, সেডো ও রিফ্লেকশন। আপনি ইচ্ছে মত এর ব্যবহার করে সুন্দর সুন্দর 3D লেখা ও Gif এ্যানিমেশন তৈরি করে নিতে পারেন avi ফাইলও করা যায়। দেখুন ব্যবহার করে।
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন