Pages

সোমবার, ৭ নভেম্বর, ২০১১

ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কিছু মিল/অমিলঃ

ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কিছু মিল/অমিলঃ

যখন আমরা ক্লাসে থাকি তখন আমরা ছাত্র।।
আর যখন উনারা ক্লাসে থাকেন তখন উনারা পণ্ডিত!!
যখন আমরা খাতায় কিছু লিখে সেটা কেটে দেই, তখন আমরা কাটাকাটি করছি!!
আর যখন উনারা কিছু কেটে দেন তখন উনারা সেটা ঠিক করছেন!!
আমরা যখন আরেকজনের থেকে কিছু কপি করি তখন আমরা হই নকলবাজ!!
আর উনারা যখন কোনকিছু নকল করে বলেন তখন তা হয় উক্তি!!
আমরা যদি আমাদের কাজ সময় মত না করতে পারি, তাহলে আমরা ফাঁকিবাজ!!
আর উনারা যদি না করতে পারেন, এর মানে উনারা খুব ব্যাস্ত ছিলেন!!
আমরা যদি ক্লাসে হাসাহাসি করি তাহলে আমরা জোকার!!
আর যদি উনারা হাসাহাসি করেন, তাহলে সেটা দুর্দান্ত!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন