Pages

সোমবার, ৭ নভেম্বর, ২০১১

আমি ভাই সব খেলাই দেখি

আমি ভাই সব খেলাই দেখি। এই কারনে এমন একটা পেজ চাইছিলাম যেখানে সব রকম খেলার খবর আমি এক সাথে পাব। কিন্তু ক্রিকেট এর পেজ এ পাইনা ফুটবলের খবর আর ফুটবলের পেজ এ পাইনা ক্রিকেটের খবর। অবশেষে পেয়ে গেলাম চরম একটা পেজ। SportsCenter-BD । এই পেজ এ ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে ,টেনিস, wwe সহ আপনার পছন্দের সব খেলার পোস্ট দেয়া হয়।
এই চরম পেজ টায় জয়েন করুন নিজ প্রয়োজনে।
যে জন্য লাইক দিবেন --
১- এই পেজ এ ইংলিশ প্রিমিয়ার লিগ এর আপডেট পাবেন।
২-বাংলাদেশ এর ঘরোয়া লীগ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সব ক্রিকেট ম্যাচ এর আপডেট ও বিভিন্ন চমকপ্রদ স্পোরটস রিলেটেড নিউস পাবেন। একদম ইএসপিএন এর বাঙলা ভার্সন SportsCenter-BD।
৩- নাম করা প্লেয়ারদের চমকপ্রদ টুইটার আপডেট
৪- বিখ্যাত প্লেয়ারদের প্রোফাইল।
৫- ম্যাচ ফিকচার
৬- ম্যাচ শুরুর আগে ২ দলের হেড টু হেড পরিসংখ্যান
এছারাও মজার মজার ট্রিভিয়া তো থাকছেই।

তাহলে আর দেরি কেন ? লাইক করুন এই পেজটি।
মোবাইল থেকে https://m.facebook.com/allsportsbd
পিসি থেকে https://www.facebook.com/allsportsbd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন